কলকাতা – ভাইফোঁটার উৎসবে জমজমাট পরিবেশ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়–এর ভবানীপুরের বাড়িতে। সকালে দুই বোনকে পাশে নিয়ে ভাইফোঁটার পবিত্র রীতিতে সামিল হন মন্ত্রী। সাজানো মিষ্টির থালা, ধান, দুব্বো আর চন্দনের ফোঁটায় ভরে ওঠে উৎসবের আবহ। দুই বোন স্নেহভরে ভাইয়ের কপালে ফোঁটা দেন, আর মন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
ভ্রাতৃ দ্বিতীয়ার এই দিনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবেগে আপ্লুত শোভনদেববাবু। উৎসব শেষে মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ে ভরে ওঠে তাঁর বাড়ির আঙিনা। স্নেহ, ভালোবাসা আর পারিবারিক বন্ধনে রঙিন হয়ে ওঠে এই ভাইফোঁটার সকাল।




















