Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দিনে ১৩ ঘণ্টার বিদ্যুত বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে সেখানকার জনতা রাস্তায় নেমে এসেছে এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে। মানুষের কাছে পর্যাপ্ত খাবার-দাবার নেই। শ্রীলঙ্কায় চাল-ডাল এবং ওষুধের দাম আকাশ ছোঁয়া। প্যারাসিটামল ১০ ট্যাবলেট পাতা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কার পরিচিত ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট।

 

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার দিনগত মধ্যরাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারির এ ঘোষণা দেয়া হয়। জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

অশান্তির আগুন নিয়ন্ত্রণ এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এমন কঠোর সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিল। সূত্রে আরও বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের জরুরি অবস্থা ঘোষণায় বিক্ষোভকারীদের দমন সহজ হবে। জরুরি অবস্থার মধ্যে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ বা বিক্ষোভ করলে তাকে গ্রেপ্তার করে বিচার ছাড়াই দীর্ঘমেয়াদে আটকে রাখার আইনি ভিত্তি পাবে দেশটির সেনাবাহিনী। এর আগে দেশটিতে অর্থনীতি ধসে পড়ার জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কলম্বোর মিরিহানায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করে কয়েকশ মানুষ।

 

এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। বিক্ষোভের ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়। রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রাল, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়ায় কারফিউ জারি করা হয়। পরে শহরগুলো থেকে কারফিউ তুলে নেয় সরকার।

 

উল্লেখ্য,  জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বিদ্যুৎ নেই এসবের দাবি নিয়ে শ্রীলঙ্কার জনগণ শুক্রবার রাতে কলম্বোতে রাস্তায় নেমেছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ির দিকে র‍্যালি করেছে ৫ হাজারেরও বেশি মানুষ। উত্তেজিত জনতা রাষ্ট্রপতির বাড়ির ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। তখনই জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকী, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে।

 

শ্রীলঙ্কার সিনিয়র পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেছেন, সহিংসতা, মারধর ও অগ্নিসংযোগে ২৪ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকার ও সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। মন্দার সম্মুখীন শ্রীলঙ্কায় বিক্ষোভকারী এবং বিদ্রোহীরা কোটি কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিয়েছে। পুলিশ বলছে, তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top