ভাইরাল – বৌ রেগে আগুন, আর সেই রাগ ভাঙাতে মাছ হাতে হাজির স্বামী মাছরাঙা! এমনই এক মজার মুহূর্ত ধরা পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে নেটিজেনদের মুখে হাসি ফুটেছে। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে পড়েছে ইনস্টাগ্রামের পাতায়।
‘ডেলিমাআপডেট্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। দেখা গিয়েছে, গাছের ডালে ডালে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে এক স্ত্রী মাছরাঙা। পাশে তার সঙ্গী পুরুষ মাছরাঙা, যে মরিয়া হয়ে স্ত্রীটির মন ভোলানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু রাগে ফুঁসতে থাকা স্ত্রী মাছরাঙা একেবারেই পাত্তা দিচ্ছে না তাকে।
স্বামীর একের পর এক চেষ্টাও ব্যর্থ। শেষমেশ জলাশয়ে নেমে মাছ ধরে এনে সঙ্গিনীর হাতে তুলে দিতে চায় সে। ঠোঁটে মাছ নিয়ে স্ত্রী মাছরাঙার পিছনে পিছনে উড়ে বেড়ালেও, সঙ্গিনী কেবল এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছে— একবারও তাকাচ্ছে না তার দিকে।
ভিডিয়োটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাসির রোল। কেউ লিখেছেন, “রাগী বউয়ের সামনে মাছও কাজে এল না!”, আবার কেউ মজা করে বলেছেন, “এই রাগ সহজে কমবে না!” — এমন মনোমুগ্ধকর পাখিদের প্রেমকাহিনি এখন ভাইরাল দুনিয়ার নতুন সেনসেশন।




















