বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা

বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাংলাদেশি

বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা।  বাংলাদেশে ফেরার সময় এদেশীয় নৌকার জাল কেটে নষ্ট করার অভিযোগে বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর থানার ঘোড়ামারা দ্বীপের কাছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ একটি বাংলাদেশি মাল বোঝাই জাহাজ বাংলা দেশে যাওয়ার সময় ঘোরামারার কাছে 5 নং কামার হাটের একটি নৌকা(মা মালতি ) জাল পেতেছিলো।

 

সেই জাল জাহাজটি কেটে দেয়, টার ক্ষতি পুরনের দাবিতে নৌকার লোকজন জাহাজ টি কে আটকে রাখে সূত্র মারফত খবর পেয়ে সাগর থানার পুলিশ এবং কাকদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।জেলেরা জালের ক্ষতিপূরণের দাবিতে অনড় তবে প্রশাসনের পক্ষ থেকে অভয় পক্ষকে বুঝিয়ে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে।

 

বাংলাদেশী জাহাজে মাছ ধরার জাল ছেঁড়াকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড সাগরে৷ ঘটনার জেরে ক্ষুব্ধ মৎস্যজীবীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখলেন বাংলাদেশী জাহাজকে। ঘটনটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সন্ধ্যা পর্যন্ত ওই জায়গাতেই আটকে রয়েছে জাহাজটি। কারণ জাহাজের নিচের পাখায় জাল এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে তা না ছাড়ালে জাহাজ এগোতে পারবে না। ডুবুরি এসে জাহাজের নীচ থেকে জাল ছাড়ানোর পরই গন্তব্যের উদ্দ্যেশে রওনা দিতে পারবে এমভি সি প্রাইড।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দক্ষিণ ২৪ পরগণার সাগরের ঘোড়ামাড়া দ্বীপের পাশ দিয়ে একটি বাংলাদেশী জাহাজ হলদিয়া যাচ্ছিল। হুগলী নদীতে প্রতিদিনের মতো মাছ ধরার জন্য জাল পেতেছিলেন বেশ কয়েকজন মত্‍স্যজীবীরা। জাহাজের নাবিক জলের মধ্যে থাকা জাল ঠাওর করতে পারেননি। জাহাজের পাখায় আটকে যায় মাছধরার জাল। ফালা ফালা হয়ে যায় জালটি।

 

আর ও পড়ুন    ফুল-বেলপাতা সংগ্রহের গাড়ি পরিষেবার সূচনা করলো শিলিগুড়ি পুরনিগম

 

ভোর রাতে এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসতে থাকেন মত্‍স্যজীবীরা।সেই সময় নদীতে থাকা অন্তত পাঁচটি মাছধরার নৌকা ঘিরে ধরে বাংলাদেশী জাহাজ এমভি সি প্রাইডকে। জালের ক্ষতিপূরণের দাবিতে নদীতে নৌকা দিয়ে জাহাজ ঘিরে চলে প্রতিবাদ। সকাল হতেই বিষয়টি কলকাতা পোর্টট্রাস্ট, কাকদ্বীপের মহকুমা শাসক, জেলা মত্‍স্য আধিকারিক (‌ সামুদ্রিক)‌ ও পুলিশের নজরে আনা হয়। মাঝ নদীতে আটকে থাকে জাহাজটি।

 

খবর পেয়ে দুপুরে সাগরের এসডিপিও দেবাঞ্জন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। জাহাজের নাবিক ও বিক্ষোভরত মত্‍স্যজীবীদের সঙ্গে কথা বলেন। জাহাজ কর্তৃপক্ষ মত্‍স্যজীবীদের ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ায় বিক্ষোভ ওঠে। ক্ষতিগ্রস্ত মত্‍স্যজীবী পুলক দাস জানান, ‘আমার নৌকার নাম এফবি মা মালতী। আমার একটি বিন্দি জাল পুরোপুরি নষ্ট করে দেয়। যার বাজারমূল্য ৬৫ হাজার টাকা। বিক্ষোভ দেখানো ছাড়া কোন উপায় ছিল না।

 

উল্লেখ্য,বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা।  বাংলাদেশে ফেরার সময় এদেশীয় নৌকার জাল কেটে নষ্ট করার অভিযোগে বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর থানার ঘোড়ামারা দ্বীপের কাছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ একটি বাংলাদেশি মাল বোঝাই জাহাজ বাংলা দেশে যাওয়ার সময় ঘোরামারার কাছে 5 নং কামার হাটের একটি নৌকা(মা মালতি ) জাল পেতেছিলো।

 

সেই জাল জাহাজটি কেটে দেয়, টার ক্ষতি পুরনের দাবিতে নৌকার লোকজন জাহাজ টি কে আটকে রাখে সূত্র মারফত খবর পেয়ে সাগর থানার পুলিশ এবং কাকদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।জেলেরা জালের ক্ষতিপূরণের দাবিতে অনড় তবে প্রশাসনের পক্ষ থেকে অভয় পক্ষকে বুঝিয়ে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে।

 

বাংলাদেশী জাহাজে মাছ ধরার জাল ছেঁড়াকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড সাগরে৷ ঘটনার জেরে ক্ষুব্ধ মৎস্যজীবীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখলেন বাংলাদেশী জাহাজকে। ঘটনটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সন্ধ্যা পর্যন্ত ওই জায়গাতেই আটকে রয়েছে জাহাজটি। কারণ জাহাজের নিচের পাখায় জাল এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে তা না ছাড়ালে জাহাজ এগোতে পারবে না। ডুবুরি এসে জাহাজের নীচ থেকে জাল ছাড়ানোর পরই গন্তব্যের উদ্দ্যেশে রওনা দিতে পারবে এমভি সি প্রাইড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top