বসিরহাটের হাসনাবাদ স্টেশন লাগোয়া ৫২ নম্বর রেলগেট এর ঘটনা। আজ সকাল ১০ টা নাগাদ রাজ্য সড়ক ২ (টাকি রোড) লস্কর নগরের কাছে হাসনাবাদ স্টেশন লাগোয়া রেল গেটে সজোরে ধাক্কা মারে পণ্যবাহী ট্রাক। ট্রাকের ধাক্কায় রেল গেটের একটা বড় অংশ ভেঙে পড়ে। যার ফলে শিয়ালদা থেকে হাসনাবাদ গামী এবং হাসনাবাদ স্টেশন থেকে বারাসাত ও শিয়ালদা গামী বহু আপ ডাউন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
বসিরহাট, চাঁপাপুকুর, হাড়োয়া বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পরে । সীমান্ত সুন্দরবনের বহু প্রান্তিক মানুষের কলকাতা যোগাযোগের দ্রুত মাধ্যম এই লোকাল ট্রেন। সেটা চলাচল আচমকা বন্ধ হয়ে যাবার ফলে বিপাকে পড়ে সাধারণ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আরপিএফ কে সঙ্গে নিয়ে শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল ম্যানেজার মিলন মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ চালানো শুরু করেন। রেল গেট মেরামতির জন্য বন্ধ করে দেওয়া হয় টাকি রোড। তার জন্য বহু পণ্যবাহী ট্রাক, বাস যাতায়াতের বন্ধ হয়ে যায়। তাতে আরো দুর্ভোগ বাড়ে মানুষের।
আর ও পড়ুন টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী
উল্লেখ্য, বসিরহাটের হাসনাবাদ স্টেশন লাগোয়া ৫২ নম্বর রেলগেট এর ঘটনা। আজ সকাল ১০ টা নাগাদ রাজ্য সড়ক ২ (টাকি রোড) লস্কর নগরের কাছে হাসনাবাদ স্টেশন লাগোয়া রেল গেটে সজোরে ধাক্কা মারে পণ্যবাহী ট্রাক। ট্রাকের ধাক্কায় রেল গেটের একটা বড় অংশ ভেঙে পড়ে। যার ফলে শিয়ালদা থেকে হাসনাবাদ গামী এবং হাসনাবাদ স্টেশন থেকে বারাসাত ও শিয়ালদা গামী বহু আপ ডাউন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
বসিরহাট, চাঁপাপুকুর, হাড়োয়া বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পরে । সীমান্ত সুন্দরবনের বহু প্রান্তিক মানুষের কলকাতা যোগাযোগের দ্রুত মাধ্যম এই লোকাল ট্রেন। সেটা চলাচল আচমকা বন্ধ হয়ে যাবার ফলে বিপাকে পড়ে সাধারণ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আরপিএফ কে সঙ্গে নিয়ে শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল ম্যানেজার মিলন মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ চালানো শুরু করেন।