উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের ক্ষোভ আছড়ে পড়লো ফালাকাটাতেও। উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের ক্ষোভ আছড়ে পড়লো ফালাকাটা শহরেও।সোমবার দুপুরে দুটি স্কুলের একদল পড়ুয়া ফালাকাটা শহরের ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।অকৃতকার্য পড়ুয়াদের দাবি উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাদের নির্দিষ্ট কিছু বিষয়ে অহেতুক ফেল করিয়ে দেওয়া হয়েছে।বিশেষ করে ইংরেজী বিষয়ে। অথচ রাষ্ট্র বিজ্ঞান ও ইতিহাসের মত বিষয়ে তারা অনেকেই লেটার মার্কস পেয়েছেন৷ যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েও ফেল করার বিষয়টি তারা কোন মতেই মেনে নিতে পারছেন না।
তাই মানবিক দৃষ্টিকোন থেকে পাশ করানোর দাবিতে এদিন ফালাকাটা ট্রাফিক মোড়ে তারা বিক্ষোভ–পথ অবরোধে সামিল হয়েছেন ।এদিকে খাতা রিভিও করতেও নারাজ ফেল করা পড়ুয়ারা। উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ অবরোধের জেরে এদিন ব্যস্ততম এলাকা নতুন চৌপথী ট্র্যাফিক মোড়ে যানজট তৈরি হয়।পরে ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে ছুটে যান। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও পরে পড়ুয়ারা মিছিল করে ফালাকাটা বিডিও অফিসে যায়।
বিডিও সরকারী কাজে বাইরে থাকায় হতাশ হয়ে একে একে পড়ুয়ারা বাড়ি ফিরে যায়৷ ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ অবশ্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবির পড়ুয়ারা পথ অবরোধ করেছিল।আমরা তাদের বোঝালে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়।এদিকে ফেল করা পড়ুয়ারা পাশ করানোর দাবিতে পথে নামায় উদবিগ্ন এলাকার বিভিন্ন মহল।
আরও পড়ুন – মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো
উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের ক্ষোভ আছড়ে পড়লো ফালাকাটা শহরেও।সোমবার দুপুরে দুটি স্কুলের একদল পড়ুয়া ফালাকাটা শহরের ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।অকৃতকার্য পড়ুয়াদের দাবি উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাদের নির্দিষ্ট কিছু বিষয়ে অহেতুক ফেল করিয়ে দেওয়া হয়েছে।বিশেষ করে ইংরেজী বিষয়ে। অথচ রাষ্ট্র বিজ্ঞান ও ইতিহাসের মত বিষয়ে তারা অনেকেই লেটার মার্কস পেয়েছেন৷ যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েও ফেল করার বিষয়টি তারা কোন মতেই মেনে নিতে পারছেন না।তাই মানবিক দৃষ্টিকোন থেকে পাশ করানোর দাবিতে এদিন ফালাকাটা ট্রাফিক মোড়ে তারা বিক্ষোভ–পথ অবরোধে সামিল হয়েছেন ।