আইসিডিএস কর্মীদের প্রতিবাদী মিছিল রামলীলা ময়দান থেকে ধর্মতলা চ্যানেল পর্যন্ত তারপর সেখানে পথসভা! রাজ্য সরকার কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করে আসছে! তাদের নিজস্ব কোন গৃহেও নেই না পানীয় জলের ব্যবস্থা না শৌচালয়ের ব্যবস্থা তাদের যে বিভিন্ন দাবি দাবা তারই বিরুদ্ধে আজ পথে নামা! সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি স্পেশাল অ্যাপ এ এনেছে যার পোশাকে নাম হচ্ছে সেশন ট্র্যাকার এর মাধ্যমে শিশু ও নারী শিক্ষা সুসংগত এসব প্রকল্প গুলি আছে সেই প্রকল্পগুলি একটি অ্যাপের মাধ্যমে নিয়ে আসছে!
এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন এই অ্যাপের মাধ্যমে করতে হবে সমস্ত অঙ্গনারী কর্মীদের তার জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যেক সহকর্মীকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে বলেছে! কিন্তু কর্মীরা তারা স্বল্প মাইনে এই চাকরি করে তারা এন্ড্রয়েড ফোন পাবে কোথায় কেন্দ্রীয় সরকারের ঘোষণা মত 10000 টাকা এই প্রকল্পে ফোন কেনার জন্য দেওয়ার কথা হয়েছিল আজও পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি এর মধ্যে কয়েকটি রাজ্য তারা 9500 টাকা সেই সকল কর্মীদের দিয়েসে কিন্তু এই যাচ্ছে তার বাস্তবায়ন হয়নি!
আরও পড়ুন – বাংলা এবং ভারতবর্ষের জন্য দোয়া প্রার্থনা করবেন, হজ্ব যাত্রীদের কাছে ফিরহাদের আবেদন
উল্লেখ্য, আইসিডিএস কর্মীদের প্রতিবাদী মিছিল রামলীলা ময়দান থেকে ধর্মতলা চ্যানেল পর্যন্ত তারপর সেখানে পথসভা! রাজ্য সরকার কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করে আসছে! তাদের নিজস্ব কোন গৃহেও নেই না পানীয় জলের ব্যবস্থা না শৌচালয়ের ব্যবস্থা তাদের যে বিভিন্ন দাবি দাবা তারই বিরুদ্ধে আজ পথে নামা! সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি স্পেশাল অ্যাপ এ এনেছে যার পোশাকে নাম হচ্ছে সেশন ট্র্যাকার এর মাধ্যমে শিশু ও নারী শিক্ষা সুসংগত এসব প্রকল্প গুলি আছে সেই প্রকল্পগুলি একটি অ্যাপের মাধ্যমে নিয়ে আসছে!
এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন এই অ্যাপের মাধ্যমে করতে হবে সমস্ত অঙ্গনারী কর্মীদের তার জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যেক সহকর্মীকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে বলেছে! কিন্তু কর্মীরা তারা স্বল্প মাইনে এই চাকরি করে তারা এন্ড্রয়েড ফোন পাবে কোথায় কেন্দ্রীয় সরকারের ঘোষণা মত 10000 টাকা এই প্রকল্পে ফোন কেনার জন্য দেওয়ার কথা হয়েছিল আজও পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি এর মধ্যে কয়েকটি রাজ্য তারা 9500 টাকা সেই সকল কর্মীদের দিয়েসে কিন্তু এই যাচ্ছে তার বাস্তবায়ন হয়নি!