বারাসত ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদন্ধের শিকার এক ব্যবসায়ী,বারাসত থানায় শনিবার অভিযোগ দায়ের ওই ব্যবসায়ীর।অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরে মধ্যেই কোন গন্ডগোল,যার শিকার নর্থ কেবিন মার্কেটের একজন সোনার দোকান ব্যবসায়ী। যিনি ঐ মার্কেটের সেক্রেটারি। অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কনভেনারে তথা ওই ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী পিনাক নারায়ন সরকার ,আজ দুপুর ১২ টা নাগাদ এসে সোনার দোকানের মালিক তথা নর্থ কেবিন মার্কেটের সেক্রেটারি দুলাল চন্দ্র কর কে দোকান থেকে বের করে তার দোকানের সাটার নামিয়ে তালা দিয়ে চলে যায়।এই নর্থ কেবিন মার্কেটের সভাপতি প্রাক্তন কাউন্সিলর সমির কুন্ডু।
সভাপতির কথমত গত রবিবার মার্কেটে একটি মিটিং ডাকেন দুলাল চন্দ্র কর।অন্য দিকে পিনাক নারায়ন সরকার,বেশ কিছুদিন ধরে দুলাল বাবু কে ডেকে পাঠালে তিনি দেখা করেন না। অবশেষে আজ পিনাক সরকার তার সঙ্গী সাথীদের নিয়ে এসে দোকান বন্ধ করে দেয় জোরপূর্বক। পিনাক সরকার বর্তমান ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর স্বপ্না বসুর ঘনিষ্ঠ বলেই জানা যায়। এই ঘটনার পর দুলাল বাবু মার্জেটের সভাপতি সমির কুন্ডুকে বিষয়টি জানিয়ে তাকে নিয়ে বারাসত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
উল্লেখ্য, বারাসত ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদন্ধের শিকার এক ব্যবসায়ী,বারাসত থানায় শনিবার অভিযোগ দায়ের ওই ব্যবসায়ীর।অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরে মধ্যেই কোন গন্ডগোল,যার শিকার নর্থ কেবিন মার্কেটের একজন সোনার দোকান ব্যবসায়ী। যিনি ঐ মার্কেটের সেক্রেটারি।
আরও পড়ুন – আবারও পথ দূর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর গাড়ি
অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কনভেনারে তথা ওই ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী পিনাক নারায়ন সরকার ,আজ দুপুর ১২ টা নাগাদ এসে সোনার দোকানের মালিক তথা নর্থ কেবিন মার্কেটের সেক্রেটারি দুলাল চন্দ্র কর কে দোকান থেকে বের করে তার দোকানের সাটার নামিয়ে তালা দিয়ে চলে যায়।এই নর্থ কেবিন মার্কেটের সভাপতি প্রাক্তন কাউন্সিলর সমির কুন্ডু। সভাপতির কথমত গত রবিবার মার্কেটে একটি মিটিং ডাকেন দুলাল চন্দ্র কর। অন্য দিকে পিনাক নারায়ন সরকার,বেশ কিছুদিন ধরে দুলাল বাবু কে ডেকে পাঠালে তিনি দেখা করেন না। অবশেষে আজ পিনাক সরকার তার সঙ্গী সাথীদের নিয়ে এসে দোকান বন্ধ করে দেয় জোরপূর্বক।