রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় ডেপুটেশন জমা। গত ১৮ তারিখ ঝাড়খালীর বাসিন্দা এখন ইকোপার্ক থানা এলাকায় থাকে নাবালিকা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার এক বন্ধুকে নিয়ে ইকোপার্ক থানা এলাকার সিমেন্ট ফ্যাক্টরির (সিলিকন ভ্যালি ) কাছে সাইকেল এ করে ঘোরাঘুরি করছিলো। মেয়েটির অভিযোগ অনুযায়ী সেই সময় তিন ব্যক্তি আসে।
একজনের নাম বুদ্ধ দেব, বাবু ও সুরজ। তারা নিজেদের মধ্যে এই বলে ডাকাডাকি করছিলো।সেই সময় তিনজন মিলে তার বন্ধুকে মারধর করে অন্য দিকে নিয়ে যায়। এর পর তিনজন এক এক করে দূরে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এর পর অভিযোগ কারিণীর পোশাক খুলে জোর করে যৌন হেনস্থা করতে থাকে শরীরের একাধিক জায়গায় হাত দেয়। শুধু তাই নয় একজন মোবাইলে ছবি তুলতে থাকে বলে অভিযোগ।এর পর কোনো রকমের ওদের হাত থেকে ছিটকে দুজন মিলে পালিয়ে আসি ।
আরও পড়ুন – ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল
অভিযুক্তরা যাওয়ার সময় এদের মোবাইল ও সাইকেলনিয়ে যায়।এর পর সেখান থেকে দৌড়ে এসে রাস্তার একটি ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে বন্ধুর মাকে ফোন করে। বন্ধুর মা আসলে তারা ইকোপার্ক থানায় এসে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । এখনো নির্যাতিতার বাবার সন্ধান পুলিশ দিতে পারেনি তাই আজ সকালে রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার স্বভা নেত্রী তনুজা চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতা নেতৃবৃন্দ