বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির আহ্বানে বিকাশ ভবন অভিযানের ডাক। নেতাজি মূর্তি থেকে মিছিল করে বিকাশ ভবন যেতে গেলে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। তৈরী হয় উত্তেজনা। ৯টি দাবি নিয়ে তাঁদের এই অভিযান।
তাঁদের দাবি……
১-নিজেদের গ্রামে বদলি করা হোক।
২-সাবজেক্ট টিচার জুনিয়র ও এসএলএসটি শিক্ষকদের নিঃশর্তে বদলে সুযোগ দিতে হবে।
৩- শিক্ষা কর্মীদের বদলির জটিলতা নিরসন করতে হবে।
৪-নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা কর্মীদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
৫-শিক্ষা কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে ও নির্দিষ্ট কার্যতালিকা প্রকাশ করতে হবে।
৬-শিক্ষক ও শিক্ষা কর্মীদের কনফার্মেশন দ্রুত করতে হবে।
৭-সমস্ত বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
৮-আর ও এর নামে কর্মরত শিক্ষকদের যোগ্যতার অবনমন ঘটানো চলবে না।
৯- শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করতে হবে।
আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর
উল্লেখ্য, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির আহ্বানে বিকাশ ভবন অভিযানের ডাক। নেতাজি মূর্তি থেকে মিছিল করে বিকাশ ভবন যেতে গেলে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। তৈরী হয় উত্তেজনা। ৯টি দাবি নিয়ে তাঁদের এই অভিযান।
তাঁদের দাবি……
১-নিজেদের গ্রামে বদলি করা হোক।
২-সাবজেক্ট টিচার জুনিয়র ও এসএলএসটি শিক্ষকদের নিঃশর্তে বদলে সুযোগ দিতে হবে।
৩- শিক্ষা কর্মীদের বদলির জটিলতা নিরসন করতে হবে।
৪-নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা কর্মীদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
৫-শিক্ষা কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে ও নির্দিষ্ট কার্যতালিকা প্রকাশ করতে হবে।
৬-শিক্ষক ও শিক্ষা কর্মীদের কনফার্মেশন দ্রুত করতে হবে।
৭-সমস্ত বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
৮-আর ও এর নামে কর্মরত শিক্ষকদের যোগ্যতার অবনমন ঘটানো চলবে না।
৯- শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করতে হবে।