মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর এক্তিয়ার বহির্ভূত আক্রমণ। ফের নূনতম ভদ্রতার বাইরে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। যাকে বলে বিলো দ্য বেল্শিট আক্রমণ। দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর কুর্শির অমর্যাদা করলেন। শুভেন্দুর অভিযোগ, ‘শিক্ষা দুর্নীতিতে জড়িত মুখ্যমন্ত্রী। তার প্রাথমিক সংকেত মিলেছে। দুর্নীতির ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায়।’
তিনি প্রশ্ন তোলেন, মানিকের হোয়াটসঅ্যাপে ‘ডিডি’ এবং ‘আর কে’ কে? তাঁর সাফ কথা, ‘মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছে ইডি। তাই তদন্তের ঊর্ধ্বে নন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে নবান্নে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ এখন প্রশ্ন উঠেছে শুভেন্দু কি ইডির কোন বড় অফিসার যে ইডির কেস ডায়েরির খবর তিনি সব জেনে যাচ্ছেন। ইডি কি তার কথায়, তার নির্দেশে চলছে! বোধ হয় তার এই বাড়াবাড়ি ইডি এন্ডোর্স করেনা। তবুও ক্রমাগত মুখ্যমন্ত্রী ও তার পরিবারকে আক্রমণ করেই চলেছেন শুভেন্দু অধিকারি।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
উল্লেখ্য, ফের নূনতম ভদ্রতার বাইরে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। যাকে বলে বিলো দ্য বেল্শিট আক্রমণ। দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর কুর্শির অমর্যাদা করলেন। শুভেন্দুর অভিযোগ, ‘শিক্ষা দুর্নীতিতে জড়িত মুখ্যমন্ত্রী। তার প্রাথমিক সংকেত মিলেছে। দুর্নীতির ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায়।’ তিনি প্রশ্ন তোলেন, মানিকের হোয়াটসঅ্যাপে ‘ডিডি’ এবং ‘আর কে’ কে? তাঁর সাফ কথা, ‘মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছে ইডি।
তাই তদন্তের ঊর্ধ্বে নন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে নবান্নে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ এখন প্রশ্ন উঠেছে শুভেন্দু কি ইডির কোন বড় অফিসার যে ইডির কেস ডায়েরির খবর তিনি সব জেনে যাচ্ছেন। ইডি কি তার কথায়, তার নির্দেশে চলছে! বোধ হয় তার এই বাড়াবাড়ি ইডি এন্ডোর্স করেনা। তবুও ক্রমাগত মুখ্যমন্ত্রী ও তার পরিবারকে আক্রমণ করেই চলেছেন শুভেন্দু অধিকারি।