বাইক দুর্ঘটনায় জখম যুবক। ট্রাকের ধাক্কায় জখম হলেন এক যুবক। সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চৌপথি তে। দুর্ঘটনায় বাইকে সাওয়ার দুই বাইক আরোহী অল্পের জন্য প্রানে রক্ষা পেলেও ট্রাকটির নীচে ঢুকে যায় বাইকটি। ঘটনায় ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর।
জানা গিয়েছে, মোরাঘাট জঙ্গল লাগোয়া খুকলুং বনবস্তির বাসিন্দা জয় রাভা ও জয়ন্ত রাভা বাইকে চেপে বীরপাড়ার দিক থেকে গয়েরকাটার দিকে আসছিলেন। গয়েরকাটা চৌপথি এর সামনে আসতেই রাস্তা পারপার করার জন্য বাইক গতি কমিয়ে দেন জয় রাভা। সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক ও বাইকের পেছনে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক জয় রাভা ছিটকে পড়ে গেলেও বাইকের পেছনে বসে থাকা যুবক জয়ন্ত রাভা পায়ে গুরুতর চোট পান।
দুর্ঘটনার ফলে বাইকটি ট্রাকের নীচে ঢুকে যায়। পড়ে আর্থ মুভার মেশিনের সাহায্যে ট্রাকটিকে তুলে বাইকটিকে উদ্ধার করে পুলিশ। জখম ব্যক্তিকে স্থানীয়দের উদ্যোগেই স্থানীয় একটি ওষুধের দোকানে চিকিৎসার পর বানারহাট বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিকে আটক করে যান চলাচল স্বাভাবিক করে বানারহাট ট্রাফিক পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ের দেখা হচ্ছে।
আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ
উল্লেখ্য, ট্রাকের ধাক্কায় জখম হলেন এক যুবক। সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চৌপথি তে। দুর্ঘটনায় বাইকে সাওয়ার দুই বাইক আরোহী অল্পের জন্য প্রানে রক্ষা পেলেও ট্রাকটির নীচে ঢুকে যায় বাইকটি। ঘটনায় ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর। জানা গিয়েছে, মোরাঘাট জঙ্গল লাগোয়া খুকলুং বনবস্তির বাসিন্দা জয় রাভা ও জয়ন্ত রাভা বাইকে চেপে বীরপাড়ার দিক থেকে গয়েরকাটার দিকে আসছিলেন।
গয়েরকাটা চৌপথি এর সামনে আসতেই রাস্তা পারপার করার জন্য বাইক গতি কমিয়ে দেন জয় রাভা। সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক ও বাইকের পেছনে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক জয় রাভা ছিটকে পড়ে গেলেও বাইকের পেছনে বসে থাকা যুবক জয়ন্ত রাভা পায়ে গুরুতর চোট পান। দুর্ঘটনার ফলে বাইকটি ট্রাকের নীচে ঢুকে যায়।