ভানুকুমারী 2 নং অঞ্চলের তৃনমূল কংগ্রেস আলোচনা সভা হলো জোড়াইমোড়ে। ইতিমধ্যে রাজ্য বেজে উঠেছে আগামী পঞ্চায়েত ভোটের ঘন্টা, তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আজ তুফানগঞ্জ 2 নং ব্লকের ভানুকুমারী 2 নং অঞ্চলের তৃনমূল কংগ্রেস রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ভানুকুমারী 2 নং অঞ্চলের জোড়াইমোড় তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতী বর্মন বড়ুয়া ,
ভানুকুমারী 2 নং অঞ্চল তৃনমল কংগ্রেস সভাপতি সুজিত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব রা। তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া তার আলোচনায় তুলে ধরেন মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন তাদের বক্তব্য মধ্যে দিয়ে যেমন কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, লক্ষীর ভান্ডার ইত্যাদি এই সমস্ত প্রকল্প গুলি। তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত ভোটে আমাদের এখানে দল যাদের প্রার্থী করবে তাদের জেতাতে হবে ভোট দিয়ে।
আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ
উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্য বেজে উঠেছে আগামী পঞ্চায়েত ভোটের ঘন্টা, তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আজ তুফানগঞ্জ 2 নং ব্লকের ভানুকুমারী 2 নং অঞ্চলের তৃনমূল কংগ্রেস রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ভানুকুমারী 2 নং অঞ্চলের জোড়াইমোড় তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতী বর্মন বড়ুয়া ,ভানুকুমারী 2 নং অঞ্চল তৃনমল কংগ্রেস সভাপতি সুজিত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব রা। তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া তার আলোচনায় তুলে ধরেন মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন তাদের বক্তব্য মধ্যে দিয়ে যেমন কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, লক্ষীর ভান্ডার ইত্যাদি এই সমস্ত প্রকল্প গুলি। তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত ভোটে আমাদের এখানে দল যাদের প্রার্থী করবে তাদের জেতাতে হবে ভোট দিয়ে।