আইনি পর্ব মিটতেই আদালত চত্বরে প্রিয়াঙ্কাকে নিয়ে ছবিও তোলেন রাহুল। শনিবার আইনি জটিলতা সরিয়ে আরও একবার দাম্পত্য জীবনে পা রাখলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা সরকার। শনিবার তাঁরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আলিপুর (২, দক্ষিণে)-এ উপস্থিত হন। আইনি পর্ব মিটতেই আদালত চত্বরে প্রিয়াঙ্কাকে নিয়ে ছবিও তোলেন রাহুল। অভিনেতা বলেন, ‘‘প্রিয়াঙ্কার জন্যই সব সম্ভব হল। ও কোনও দিন আমাদের ছেলে সহজের কাছে আমায় ‘ভিলেন’ বানায়নি। বানালে এই পুনর্মিলন সম্ভব হত না।’’
‘গত ১০ মাস ধরে খুব ভাল সময় কাটছে। আমরা আবার সবাই মিলে আগের মতো। আইন আমাদের পক্ষ নেওয়ায় সেই ভাললাগার রেশ আরও বেশি করে যেন ছুঁয়ে যাচ্ছে। সব কিছুই আবার আগের মতো হয়ে গেল। আমি সুখী।’’ শুনানির তারিখ ৪ সেপ্টেম্বর ছিল। সে কথা জানাতেই রাহুলের দাবি, বারবার শুটিং বাতিল করে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই ২ সেপ্টেম্বর সব মিটিয়ে নেওয়া হল। ২৫ সেপ্টেম্বর একবার নিয়ম মেনে দম্পতিকে আদালতে যেতে হবে। সেটা তাঁরা যাবেন।
খুব শিগগিরিই প্রিয়াঙ্কার আবাসনে একটি ফ্ল্যাট কিনবেন তাঁর অভিনেতা-স্বামী। সপ্তাহান্তে ছেলেকে নিয়ে একসঙ্গে থাকছেন, সময় কাটাচ্ছেন তাঁরা।প্রিয়াঙ্কা ছেলের কাছে ‘ভিলেন’ বানালে পুনর্মিলন হত না, আইনি স্বীকৃতি পেয়ে বললেন রাহুল
শনিবার আইনি জটিলতা সরিয়ে আরও একবার দাম্পত্য জীবনে পা রাখলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা সরকার। শনিবার তাঁরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আলিপুর (২, দক্ষিণে)-এ উপস্থিত হন। আইনি পর্ব মিটতেই আদালত চত্বরে প্রিয়াঙ্কাকে নিয়ে ছবিও তোলেন রাহুল। অভিনেতা বলেন, ‘‘প্রিয়াঙ্কার জন্যই সব সম্ভব হল। ও কোনও দিন আমাদের ছেলে সহজের কাছে আমায় ‘ভিলেন’ বানায়নি। বানালে এই পুনর্মিলন সম্ভব হত না।’’
‘গত ১০ মাস ধরে খুব ভাল সময় কাটছে। আমরা আবার সবাই মিলে আগের মতো। আইন আমাদের পক্ষ নেওয়ায় সেই ভাললাগার রেশ আরও বেশি করে যেন ছুঁয়ে যাচ্ছে। সব কিছুই আবার আগের মতো হয়ে গেল। আমি সুখী।’’ শুনানির তারিখ ৪ সেপ্টেম্বর ছিল। সে কথা জানাতেই রাহুলের দাবি, বারবার শুটিং বাতিল করে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই ২ সেপ্টেম্বর সব মিটিয়ে নেওয়া হল। ২৫ সেপ্টেম্বর একবার নিয়ম মেনে দম্পতিকে আদালতে যেতে হবে। সেটা তাঁরা যাবেন।
খুব শিগগিরিই প্রিয়াঙ্কার আবাসনে একটি ফ্ল্যাট কিনবেন তাঁর অভিনেতা-স্বামী। সপ্তাহান্তে ছেলেকে নিয়ে একসঙ্গে থাকছেন, সময় কাটাচ্ছেন তাঁরা।প্রিয়াঙ্কা ছেলের কাছে ‘ভিলেন’ বানালে পুনর্মিলন হত না, আইনি স্বীকৃতি পেয়ে বললেন রাহুল